কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৬:৫৭ পিএম
কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রচার অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে উপজেলার ১৮শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 
মাঝে মাথাপিছু ১কেজি শরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়া ৫০জন কৃষকের মাঝে মাথাপিছু ২কেজি বুট্রাবীজ, ২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার, ২৫ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫কেজি মুগডাল বীজ, ১০কেজি ডিএপি  সার, ৫ কেজি এমওপি সার এবং ৫জন কৃষকের মাঝে মাথাপিছু ১কেজি পিয়াজ বীজ,১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভ্ইাস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুল আলম, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহাজ উদ্দিন প্রমুখ।

কেএস