পুলিশের এক সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের নির্দেশনায় এ কোর্সে অংশ নিয়েছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলরা। দক্ষতা উন্নয়ন কোর্সের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর)) চুয়াডাঙ্গায় এই কোর্সের অষ্টম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
কোর্সের ৮ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সফলতা ও দক্ষতার সাথে প্রশিক্ষণ সমাপ্ত করায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক, আরআই আমিনুল ইসলাম, আরও-১ জুলহাস মাহমুদসহ কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।
টিএইচ