বরিশাল বোর্ডে পাস ৮৯ দশমিক ৬১ শতাংশ

আরিফ হোসেন,বরিশাল ব্যুরো প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৩:১০ পিএম
বরিশাল বোর্ডে পাস ৮৯ দশমিক ৬১ শতাংশ
  • পাসের হারে এগিয়ে ভোলা
  • জিপিএর হারে এবারও এগিয়ে মেয়েরা

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে দশ হাজার ৬৮ জন শিক্ষার্থী।

সোমবার (২৮ নভেম্বর) বেলা দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর পরীক্ষায় বরিশাল বোর্ড থেকে অংশ নেয় ৯৪ হাজার ৮৭১ জন। এরমধ্যে ছাত্র ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৯শত জন। পাস করেছে ৮৫ হাজার১৪ জন, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে ভোলা জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ কমেছে ১৫১ টি।

এআই