রসিক নির্বাচন

স্বস্তিতে জাতীয় পার্টি অস্বস্তিতে আ.লীগ

রংপুর ব্যুরো প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০৮:২৭ পিএম
স্বস্তিতে জাতীয় পার্টি অস্বস্তিতে আ.লীগ

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে (জাপা) রওশনপন্থি হিসেবে গুঞ্জনে থাকা আব্দুর রউফ মানিক মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা না দেয়ায় জাতীয় পার্টিতে স্বস্তি বিরাজ করলেও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর কারণে অস্বস্থির আগুনে জলছে নৌকার প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

স্বতন্ত্র হিসেবে মনোয়ন জমা দিয়েছেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু। ফলে রংপুর সিটি নির্বাচনে একক প্রার্থী নিয়ে জাতীয় পার্টি ফুরফুরে থাকলে বিদ্রোহীর কারণে অস্বস্তি বিরাজ করছে আওয়ামী লীগে।

জাতীয় পার্টির নেতারা জানান, সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে মোস্তাফিজার রহমান মোস্তফাকে সমর্থন দিয়েছেন রওশন এরশাদ। ফলে ফুরফুরে মেজাজে রয়েছেন জাতীয় পার্টি নেতাকর্মীরা। মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফরম জমা দেন মোস্তফা। ফলে জাপার একক প্রার্থী হিসেবে মাঠে থাকছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মনোনয়ন জমার পর মোস্তফা বলেন, রংপুরের মানুষ অতীতে যেমন সিদ্ধান্ত নিতে ভুল করেনি তেমনি এবারও ভুল করবে না। ২৭ ডিসেম্বর লাঙল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে প্রত্যাশা করি। এসময় ইভিএম নিয়ে বাইরের কেউ যেন কোনো কারসাজি করতে না পারে সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকারও আহ্বান জানান মোস্তফা।

এদিকে, আওযয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া মঙ্গলবার দুপুর ২টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু।

মনোনয়ন জমা দিয়ে হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের মানুষ নৌকা মার্কায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। ২৭ ডিসেম্বর হবে নৌকা মার্কার বিজয়ের দিন। রংপুরবাসী এদিন বিজয় ছিনিয়ে আনবে।

ডালিয়া আরও বলেন, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তাদের সবার সহযোগিতা, সাধারণ মানুষের দোয়া এবং সমর্থন নিয়ে এবার নৌকা মার্কার জয় হবে ইনশাআল্লাহ।

বিদ্রোহী হিসেবে অপর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে ডালিয়া বলেন, এ বিষযয়ে এখনি কিছু বলার নেই। সময় এখনও আছে। শেষ পর্যন্ত তারা নাও থাকতে পারেন। বিষয়টি কেন্দ্র অবগত আছে। এ বিষয়ে কেন্দ্র ব্যবস্থা নেবে।

রসিক নির্বাচনে অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছে বিএনপি। তবে জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল এতদিন প্রচার প্রচারণা চালালেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দেননি।

এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি মনোনয়ন জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ৯ ডিসেম্বর।

রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, উৎসবমুখর পরিবেশে মেয়র পদে ১০ জন,  ১১ সংরক্ষিত নারী আসনে ৬৯ এবং ৩৩ সাধারণ ওয়ার্ডে ১৯৮ জনসহ মোট ২৭৭ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এআই