বেশ জোরেশোরে রাজশাহীতে বিএনপির ৩ ডিসেম্বরের গণসমাবেশের প্রস্তুতি চলছে। সমাবেশ সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলের সিনিয়র নেতারা। মামলা- গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে সমাবেশ সফল করার প্রত্যয় তাদের।
প্রস্তুতি ও সমন্বয় সভায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভাগের ৮ জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে সভা সমাবেশ। পরিবহন ধর্মঘটসহ সরকারের নানা বাধা বিবেচনায় নিয়ে নানা কৌশলে এগুচ্ছেন নেতাকর্মীরা।
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
ষড়যন্ত্রমূলক মামলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তবে মামলা ও গণগ্রেপ্তারের কথা অস্বীকার করে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানিয়েছেন শুধু ওয়ারেন্টভুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।
১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের আগে রাজশাহীতে ব্যাপক জনসমাগম দেখাতে চায় বিএনপি।
কেএস