মহালছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৮:১৬ পিএম
মহালছড়ি জোনের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

মহালছড়ি জোনের উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের রজতজয়ন্তীতে
প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে  শীতবস্ত্র ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে মহালছড়ি জোনের আওতায় প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে  স্থানীয়দের মাঝে  শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠানে হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএস