রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রংপুর প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৩:৩৮ পিএম
রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসার যুগ্ম সচিব আবদুল বাতেন প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় প্রতিদ্বন্দ্বী ৯ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাসদ প্রার্থী শফিয়ার রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ ৯ মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

রিটার্নিং অফিসার সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার চালানোর অনুরোধ জানান।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হওয়ায় মহানগর আওয়ামী লীগ নেতা লতিফুর রহমানকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানানো হয়।

কেএস