টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৯:২৭ এএম
টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একজন।  

সোমবার (১২ ডিসেম্বর) রাত আটটায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিনবন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে রাত আটটায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছলে ওভারটেক করতে গিয়ে গরু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় দুই বন্ধু ঘটনাস্থলে মারা যায়। এক বন্ধু গুরুতর আহত হয়।

নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাকিব হাসান(১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)। গুরুতর আহত হয় চান্দশী গ্রামের আয়নাল হকের ছেলে সিয়াম (১৮)। আহত সিয়ামকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএস