এজলাসে পুলিশ সদস্যকে ব্লেডের পোঁচ: ২ আসামী রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৬:১৬ পিএম
এজলাসে পুলিশ সদস্যকে ব্লেডের পোঁচ: ২ আসামী রিমান্ডে

মুন্সীগঞ্জে আদালত চলাকালিন সময়ে এজলাশের ভেতরে ঢুকে মোহাম্মদ আলী (৫৭) নামে এক পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে এ্যলোপাতারী পুঁচিয়ে আহত করা ঘটনার মামলায় মো. জালাল (৫০),ও রিনা বেগম (৪৫) নামে ২ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ঘটনায় সদর থানায় মামলা হলে মঙ্গলবার (১৩ ডিসেন্বর) তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আবুল বাশার আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠালে আমলী আদালত ১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসা: রহিমা আক্তার দুপুরের দিকে রিমান্ড শুনানী অন্তে ২ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামী মো. জালাল সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার পচাঁ আলকাছ মিয়ার ছেলে। অপর আসামী তার স্ত্রী রিনা বেগম।

এর আগে সোমবার বেলা সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ভেতর বিচারকাজ চলমান অবস্থায় এ ঘটনা ঘটে।

মামলার সুত্রে জানা গেছে, আদালত চলাকালিন সময়ে ওই দুই আসামী পূর্বপরিকল্পিতভাবে আদালতের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ওই আদালতের দায়িত্বরত পুলিশের কনস্টবল মোহাম্মদ আলী তাকে ভিতরে ঢুকতে নিষেধ করিলে আসামী জোরপূর্বক ভিতরে গিয়ে ওই কনস্টবল মোহাম্মদ আলীকে ঘারে ধরে বিচারকের সামনে নিয়ে জবানবন্দি লিখতে বলে।

এসময় আসামী মো. জালাল তার হাতে থাকা ব্লেড দিয়ে কনস্টবল মোহাম্মদ আলীকে শরিরের বিভিন্ন জায়গায় পোঁচ মারে। এসময় আদালতের ভিতরে থাকা আইনজীবীরা সহ দায়িত্বরত পুলিশের এসআই রাসেল তাকে আটক করে।

আসামী মো. জালাল ও তার স্ত্রী রিনা বেগমকেও আটক করে ২জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার পর সংবাদ পেয়ে আদালতের দায়িত্বরত পুলিশের এসআই মিজান, এসআই অখিল আহত মোহাম্মদ আলীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসা শেষে পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে আটককৃত ২ জনকে আসামী করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের ৭ দিনের রিমান্ডের আবেদন আদালতে পাঠালে আদালত আসামীদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন আমার সংবাদকে বলেন, পুলিশের উপর আক্রমণের ঘটনায় ২ আসামীর নামে সদর থানায় মামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার তাদের নামে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন আদালতে পাঠালে আমলী আদালতের বিচারক মোসা: রহিমা আক্তার ২ আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এআই