পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

বেনাপোল প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:০৭ পিএম
পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

যশোরের বেনাপোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোর্ট থানার পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে শাহীন (২৯) নামের ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহীনের ছোট ভাই তুহিন। তিনি স্থানীয় পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।

শাহীনের ছোট ভাই তুহিন জানান, ১৩ ডিসেম্বর ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যায় শাহীন। ১৫ ডিসেম্বর দেশে প্রবেশর চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হন তিনি। তাকে মারধর করে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, শাহীন পেশায় একজন মাদক ব্যবসায়ী। ভারতীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় তিনি গত ১৩ ডিসেম্বর মাদক আনতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যান। পরে গত ১৫ ডিসেম্বর মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। 

এ সময় তিনি বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফের নির্যাতনে আহত অবস্থায় তাকে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর শনিবার হাসপাতালে মারা যান তিনি।

পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার সরদার বলেন, শাহীনকে বিএসএফ ধরে মারধর করেছে বলে শুনেছি। তবে আসল ঘটনা কী সেটা জানিনা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্তে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর পেয়েছি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা জানতে পারিনি। বিএসএফও আমাদের জানায়নি।

টিএইচ