সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৮:১৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রথম কার্যদিবসে মত বিনিময় সভা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ পিন্টু।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় নোয়াখালী জেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদে আগমণ উপলক্ষে আবদুল ওয়াদুদ পিন্টুকে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা আমার উপর যে আস্থা রেখেছেন তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। জেলা পরিষদ নিয়ে মানুষের নানা নেতিবাচক কথা বাহিরে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার দান-অনুদান নিয়ে নানা কথা উঠেছে। আমাদের নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। তিনি অত্যন্ত ভালো এবং বিচক্ষণ মানুষ। আমি ওনাকে বলবো, যাতে স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা নিয়ে যাতে কোনো জামেলা না থাকে। এটা আমার কমিটমেন্ট। আমি সকলের সহযোগিতা নিয়ে এই জেলা পরিষদ এগিয়ে নিয়ে যেতে চাই।

কেএস