রাঙ্গুনিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৬:০১ পিএম
রাঙ্গুনিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান প্রেসক্লাব।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান আসামি ইসলামপুর ইউপির সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া, রতন বড়ুয়া, প্রমূখ।

গত রোববার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম অফিসের রিপোর্টার আবু আজাদ হামলার শিকার হন। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মঘাছড়ি এলাকায় ‘রাস্তার পাশে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার’ ছবি তুলেছিলেন; এ সময় মোহন লোকজনসহ ‘অস্ত্র ঠেকিয়ে’ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আজাদের। মারধরের পর তাকে ১০০ টাকা দিয়ে রাঙামাটির বাসে তুলে দেওয়া হয়; সেখানে হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গুনিয়া থানায় মোহনকে প্রধান আসামি করে মামলা করেন আবু আজাদ। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম, ইট ভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরান নামে তাদের এক সহযোগীকে আসামি করা হয়। এদিকে মামলার পর সোমবার রাতেই কাঞ্চন তুরিকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান।

কেএস