খুলনায় আড়াই ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

খুলনা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০৫:৪২ পিএম
খুলনায় আড়াই ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

খুলনার দৌলতপুর জংশন এলাকার ৮১ নম্বর গেটে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় শান্তাহার থেকে ছেড়ে আসা একটি তেলবাহী খালি ট্রেনের পেছনের বগি (গার্ড রুম) লাইনচ্যুত হয়।

খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমদ ট্রেনের লাইনচ্যুত বগিটির উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী একটি খালি ট্রেনের পেছনে বগি (গার্ড রুম) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে বগিটি ফের লাইনের ওপরে উঠানো হয়। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, বিকাল ৪টায় খুলনা থেকে সাগরদাঁড়ি নামে একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। সোমবার সাপ্তাহিক ছুটি থাকায় সেটিও বন্ধ রয়েছে। ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। 

টিএইচ