ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চারমাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম মিলন চৌধুরী (৩৬)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে হারুন চৌধুরীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি হারুন চৌধুরীকে ছেলে মিলন চৌধুরী (৩৬) মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ছেলের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ছেলের নামে জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
এ মামলার দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। এসময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট আমিনুর রহমান বলেন, রাষ্ট্র পক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।
এদিকে রায় ঘোষণার পর থেকে আসামির স্ত্রী তাদের শিশু সন্তান নিয়ে কান্নাজড়িত কন্ঠে আদালত অঙ্গনে বিলাপ করতে থাকেন। তিনি অভিযোগ করেন, তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তার শ্বাশুড়ি। তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
কেএস