তেঁতুলিয়া দেখা মিলেছে সূর্যের, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ১২:১০ পিএম
তেঁতুলিয়া দেখা মিলেছে সূর্যের, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা। সোমবার ( ৯ জানুয়ারি)  সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে । চলতি বছরে এটিই তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

তবে আজ সকাল ১০ টার আগেই দেখা মিলেছে সূর্যের।  গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা ছিলো কিছুটা কম, তবে আজ রোদের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

গত কয়েকদিন থেকে এই অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে অবস্থান করছে। গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল  বলেন, গত কয়েকদিন থেকে সর্বনিম্ন   তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে অবস্থান করছে। আজ সকালে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

এআরএস