মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০৩:০২ পিএম
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে এক জাহিদ হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সাড়ে ১১টা দিকে উপজেলার পৌর শহরের চাকদহ এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃত জাহিদ ওই এলাকার সাবেক মহিলা কাউন্সিলর জয়নব বেগমের ছেলে।

আহত মোঃ জনি (৩৫) চাকদহ সবদার বাড়ী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিতে পৌর শহরের স্ট্রিট লাইটের খুটি স্থাপনের কাজ নেই জাহিদরা। প্রতিদিনের মতো গতকাল খুটি স্থাপনের কাজে যায় জাহিদ, কিন্তু সেদিন বিদ্যুৎতয়ের সংযোগ লাইন বন্ধ না করেই খুটি স্থানান্তর করতে থাকে। স্থানান্তরের এক পর্যায়ে মুল লাইনের এইচটি ১১ কেভি তারের উপর খুটি পরে যায়। এতে বিদ্যুৎতায়িত হয়ে যায় জাহিদ।

পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু হয়েছে।

কেএস