ফেনসিডিল পাচার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৪:১৬ পিএম
ফেনসিডিল পাচার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৫

চুয়াডাঙ্গা জেলার দর্শনার থানার জয়নগর সীমান্তে ফেনসিডিল পাচার করা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারাল অস্ত্রের কোপে আরিফ ও মিনারুল নামে ২ যুবক জখম হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুজনই জয়নগরের বাসিন্দা। এঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি।

শনিবার (২১ জানুয়ারি) ভোরে জয়নগর-সুলতানপুর ভারত সীমান্তে এঘটনা ঘটে।

আহত আরিফ (২৮) জয়নগর গ্রামের হানিফের ছেলে এবং মিনারুল ইসলাম (২৫) একই গ্রামের আজম আলীর ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইসএম লুৎফুল কবীর এবং চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক  বিষয়টি  নিশ্চিত করেছেন।

আরএস