ফরিদপুরে ২০ দিনব্যাপী শুরু জসীম পল্লী মেলা

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৬:৩৯ পিএম
ফরিদপুরে ২০ দিনব্যাপী শুরু জসীম পল্লী মেলা

তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গায়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় পল্লী কবি জসীম উদ্দীনের সেই উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে গত দুই যুগ ধরে সারা দেশের লক্ষাধিক উৎসব প্রিয় মানুষ মিলিত হয় জসীম পল্লী মেলায়।

ফরিদপুরে ২০ দিন ব্যাপী জসীম পল্লী মেলা শুরু হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে, শহরতলীর অম্বিকাপুর পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ির আঙ্গিণায় কুমার নদীর পাড়ে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-এলাহী (বীর বিক্রম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলাকে ঘিরে সার্কাস, মৃত্যুকুপ(মোটর সাইকেল খেলা), নাগরদোলাসহ প্রায় দুইশত স্টল বসেছে। মেলাটিতে গ্রামীণ সাংস্কৃতির নানা উপাদান প্রদর্শন ও বিভিন্ন রকমের পণ্য সামগ্রীসহ দেশি খাবারের দোকান বসেছে। আবহমান পল্লী বাংলার রমণীয় প্রাকৃতিক সৌন্দর্যকে সাহিত্যে অসাধারণ শৈলীতে নিপুনভাবে তুলে ধরেছেন যে ক্ষণজন্মা পুরুষ তিনি পল্লী কবি জসীম উদ্দীন। বিগতদিনের ন্যায় এবছরও কবির জন্মবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক(ডিসি) ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মোঃ শাহজাহান। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি পুত্র ড. জামাল আনোয়ার, কবি পুত্র খুরশিদ আনোয়ার ও কবি কন্যা আসমা জসিম উদ্দিন তৌফিক প্রমুখ।

কেএস