কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

কেরানীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৩:৩৯ পিএম
কেরানীগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

কেরানীগঞ্জের আটিবাজারে তন্ময় জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় দোকানের পাকা দেয়াল ও রডের বেড়া কেটে প্রায় ৫০ ভরি স্বর্ণ, ৬০ ভরি রুপা ও নগদ  প্রায় ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি দোকানের মালিক সুমন সরকারের।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদসহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তারা।

কেএস