চট্টগ্রামের রাউজান উপজেলায় গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যাওয়ার ৫ দিন পর হাসপাতালে আবু সৈয়দ আদিল (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশুর মৃত্যু হয়। সে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে। একইদিন সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে ওই শিশুর মা রান্না ঘরে তাঁদের এক আত্মীয়ের বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নাস্তা বানাচ্ছিলেন। এ সময় শিশু আদিল মায়ের কোলে ঝাপ দেয়। এতে গরম তেলের ডেক উপড়ে পড়ে শিশুটির শরীর ঝলসে যায়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় বুধবার সকালে ওই শিশু মারা যায়।
কদলপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ আলমগীর জানান, মা নাস্তা বানানোর সময় ওই শিশু কোলে ঝাপ দিলে চুলোর নাস্তা বানানোর ডেক উল্টে গরম তেলে ওই শিশুর শরীর ঝলসে যায়।
আরএস