প্রাণিসম্পদ মন্ত্রী

‘প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন’

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:০৫ পিএম
‘প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন’

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠিতে) প্রাণী সম্পদ উন্নয়নে নান উপকরন বিতরণ করা হয়েছে। উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে হাস, মুরগী, ভেড়া এবং হাস-মুরগী পালনের ঘর বিতরণ করা হয়।  

রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্তরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ওইসব উপকরণ বিতরণ করেন। এসময় তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবধরনের প্রকল্প বাস্তবায়ন করে চলছেন। পাশাপাশি উপকুলীয় জনসাধারনকে সাবলম্বী করার লক্ষ্যে যে প্রকল্প হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী সব সময় দেশের মানুষের কথা ভাবেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে ধাবমান। এ ধারা অব্যহত না রাখলে দেশ বিগত দিনের ন্যায় পিছিয়ে যাবে। সুতরাং দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব দরকার। আগামী২০২৪ সালে সাধারণ নির্বাচন হবে। সে নির্বাচনে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করারর আহ্বান জানান।

ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, উপস্থিত ছিলেন সিনিয়র সহকারীপুলিশ সুপার রিয়াজ হোসেন, ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ,সম্পাদক এসএম ফুয়াদ, বর্তমান সভাপতি এসএম মুইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

ভাইস চেয়ারম্যান রনিদত্ত জয় অনুষ্ঠান পরিচালনা করেন। মন্ত্রী এরপর আউরিয়া, জগন্নাথকাঠি, লক্ষনকাঠীতে তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আরএস