চাঁদপুরের হাইমচরে ১৬ মণ জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:২৯ পিএম
চাঁদপুরের হাইমচরে ১৬ মণ জাটকা জব্দ

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় বাজারে অভিযান চালিয়ে ৬৫০ কেজি (১৬.২৫মণ) জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তেলীর মোড়, হাইমচর বাজারসহ আশপাশের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বিকেলে হাইমচর উপজেলা মৎস্য অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান, কোস্টগার্ড হাইমচর উপজেলা আউটপোষ্ট ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার থেকে ৬৫০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে কোস্টগার্ডের পক্ষে নেতৃত্বদেন কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

তিনি আরো জানান, পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর অনুমতিক্রমে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরএস