নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ শাখা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বাদ জুমা মুন্সীগঞ্জ শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ শাখার প্রশিক্ষণ সম্পাদক সানাউল্লাহ কাসেমী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম বাদল, বাংলাদেশ ইসলামী আন্দোলন পৌরশাখার সভাপতি মোঃ ওমর ফারুক, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি তানভীর বাহাদুর শাহ, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব ফারুক হাওলাদারসহ ধর্মপ্রাণ মুসলমানগণ।
এআরএস