শ্রীপুরে দূর্যোগ ও বজ্রপাত নিরোধক ‘কৃষক শেল্টার হাউজ’ নির্মাণ 

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৪:৩৬ পিএম
শ্রীপুরে দূর্যোগ ও বজ্রপাত নিরোধক ‘কৃষক শেল্টার হাউজ’ নির্মাণ 

মাগুরার শ্রীপুর উপজেলার ৫টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ৫টি মাঠে প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতকালীন সময়ে কৃষকদের আশ্রয়ের জন্য বজ্রপাত নিরোধক ‘কৃষক শেল্টার হাউজ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার উপজেলার আমলসার ইউনিয়নের দূর্গাপুর মাঠে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব প্রমুখ। 

উপজেলা প্রকৌশলী শাফিন সোহেব জানান, জাইকার অর্থায়নে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ লাখ ১৫ হাজার ৫১০ টাকা ব্যয়ে উপজেলার গয়েশপুর, আমলসার, শ্রীকোল, কাদিরপাড়া ও নাকোল ইউনিয়নের ৫ টি জনগুরুত্বপূর্ণ মাঠে কৃষকদের আশ্রয়কেন্দ্র এবং শ্রীপুর-লাঙ্গলবাঁধ-ওয়াপদা সড়কের গয়েশপুর-ছাবিনগর মাঝ রাস্তায় ও শ্রীপুর বাসস্টান্ডে যাত্রী ছাউনি নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের জন্য ১৩ লাখ ৮৪ হাজার ৩৯০ টাকা ব্যয়ে শ্রীপুর বাস্টান্ড থেকে কুমার নদী পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। বাকি ৩ টি ইউনিয়নেও অনুরূপভাবে জনগুরুত্বপূর্ণ মাঠে কৃষকদের আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, কৃষক শেল্টার হাউজ’গুলো নির্মাণের পর মানুষ সচেতন হলে বজ্রপাতে মৃত্যুহার কমবে। শুধু কৃষক নয়, পথচারীরাও এগুলোর সুবিধা গ্রহণ করতে পারবে। 

উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন বলেন, বৈশাখ মাসে ঝড়ের সময় বা আষাঢ় মাসে বৃষ্টির সময়ে কিংবা বজ্রপাতের সময়ে বড় মাঠগুলোতে কাজ করতে গিয়ে কৃষক ভাইয়েরা চরম নিরাপত্তাহীনতায় থাকেন। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাইকার অর্থায়নে উপজেলার ৮ টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মাঠে কৃষকদের আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।   

কেএস