বিজয়নগর-আখাউড়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৬:৫২ পিএম
বিজয়নগর-আখাউড়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলায় সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর নাগাদ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। 

উদ্ধার করা মাদকের মধ্যে ৩৫৯৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেন্সিডিল, ৫৮ কেজি গাঁজা, ৯৩৪ বোতল স্কপ সিরাপ, ছয় বোতল বিয়ার ও সাত বোতল হুইস্কি রয়েছে। 

বিজিবি-২৫ (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই উপজেলার চাঁনপুর, সেজামোড়া, হীরাপুর, বিষ্ণুপুর, নোয়াবাদী, ইকরতলী, আলীনগর, কল্যাণপুর, রাজাপুর, কাশিনগর, ভাগলপুর, আনোয়ারপুর, আজমপুর এলাকায় অভিযান চালানো হয়। 

এ সময় মাদক উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা মাদক ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে জমা ও ধ্বংসের প্রক্রিয়ায় রয়েছে বলে জানানো হয়।

কেএস