গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তার পাশের জমিতে পড়ে থাকা পরিচয়হীন ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের রাস্তার পাশের জমিতে পড়ে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
বিষয়টি বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আমার সংবাদকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন। এর আগে একইদিন সকালে শিশুটিকে উদ্ধার করেন ওই এলাকার মোখলেছুর রহমানের স্ত্রী মোছা. নাহিদা বেগম।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা গ্রামের পশ্চিম পাতারের জমিতে রাস্তার পাশে কে বা কাহারা পরিচয়হীন এক নবজাতক পুত্র সন্তানকে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের লোকজন কাজে বের হলে শিশুর কান্না শুনতে পায়। এমন খবর ছড়িয়ে পড়লে ওই স্থানে স্থানীয়দের ভীড় জমতে থাকে। পরে একই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী নাহিদা বেগম ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে নিজের বাড়ীতে নিয়ে যায় এবং স্থানীয় ডাক্তারর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন আমার সংবাদকে বলেন, বাচ্ছাটি এখন উদ্ধারকারী ওই মহিলার কাছে আছে, সুস্থ্য আছে। শিশুটি উদ্ধারের পরপরই ডাক্তার দেখানো হয়েছে। আমরা চেষ্টা করছি নবজাতকটির অভিভাবককে পাওয়া যায় কিনা। তবে, আগামী রবিবার সকলের সমন্বয়ে মিটিং করে বাচ্ছাটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কেএস