শাহজাদপুরে মন্দির রক্ষায় মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৩:১২ পিএম
শাহজাদপুরে মন্দির রক্ষায় মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী পুকুরপাড় দত্তপাড়া কালীমাতা মন্দিরের জমি জাল দলিল করে আত্মসাতের প্রতিবাদে ও মন্দির রক্ষার দাবীতে উলুধ্বনি দিয়ে মানববন্ধন করে সনাতন ধর্মাবলম্বীরা। 

শুকবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মন্দিরের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন শতাধিক সনাতনী নারী ও পুরুষ।

পুকুরপাড় দত্তপাড়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রতন কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তরুণ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, অনীল দত্ত, সন্তোষ দত্ত, সুনীল দত্ত, অমূল্য দত্ত, শ্যামল সাহা, জয়দেব ঘোষ, তপন ঘোষ, সুশীল ঘোষ, সুমন দত্ত, আনন্দ ঘোষ প্রমূখ।

বক্তারা বলেন, উপজেলার পুকুরপাড় মৌজার আরএস ৫১ খতিয়ানের ১০৪ দাগের ২৬ শতাংশ জমির মূল মালিক গৌড় গোপাল দত্ত ও নাড়– গোপাল দত্ত প্রায় ৫৫ বছর আগে তাদের জমিতে ঐতিহ্যবাহী পুকুরপাড় দত্তপাড়া কালীমাতা মন্দির, শিব মন্দির ও দুর্গা মন্দির স্থাপন করে ভারতে চলে যান। কিন্তু মন্দির সংলগ্ন মৃত জীবন কুমার দত্তের ২ ছেলে সুবল কুমার দত্ত ও টনি দত্ত তাদের ওয়ারিশ না হয়েই ভূয়া-জাল ওয়ারিশান সনদ ও দলিল তৈরি করে মন্দিরের পুরো জায়গা আত্মসাৎ ও বিক্রির পায়তারা করছে। তারা 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়ে মন্দিরের জায়গা রক্ষার দাবী জানিয়েছে।

আরএস