মাধবপুরে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের সনদপত্র ও চেক বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৪:১০ পিএম
মাধবপুরে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণের সনদপত্র ও চেক বিতরণ

হবিগঞ্জে মাধবপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতার চেক প্রদান করা হয়েছে।

শনিবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিশেষ অতিথি ছিলেন মাধবপুর-চুনারুঘাটের সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, তাজুল ইসলাম, সাংবাদিক আইয়ুব খানসহ প্রমূখ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও জনপ্রতি বারো (১২) হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

কেএস