ইট খোলায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১২:৪০ পিএম
ইট খোলায় আগুন, ঘুমন্ত অবস্থায় নারী শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী এলাকায় এন বি এম ইট খোলায় আগুন লেগে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক একটার সময় বক্তাবলী ফেরিঘাটের দিকে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকটি খুপরি ঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ মৃত নারীকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত রোকেয়া (২৭) এন বি এম ইট খোলার শ্রমিক। সে হারুনুর রসিদের স্ত্রী। রকেয়া হারুন দম্পতি এন বি এম ইট খোলায় এক বছর ধরে কাজ করে আসছে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

এ বিষয়ে শ্রমিকরা জানায়, হঠাৎ করে খুপরি ঘরে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের জেবিসি ইট খোলায় ও আগুন লেগে যায়। এতে উভয় খোলার বেশ কয়েকটি খুপরি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে রোকেয়া বেগম ও আগুনে দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে রোকেয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনা স্হলে পাঠানো হয়েছে। আগুনের সূত্র জানা যায়নি। তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

কেএস