ফেনীর সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে ফোর বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পরশুরাম উপজেলার উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী গরীব ও দু:স্থদের চিকিৎসা সেবা দেয়া হয়।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা সেক্টর সদর দপ্তররের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন আজরা সাবিহা হক, এএমসি ও ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মেডিকেল অফিসার ডা. মো. মোতাহার হোসেন ভূঁঞা।
এ সময় ৮৮ জন পুরুষ, ১২৭ জন মহিলা ও ৭২ জন শিশুসহ মোট ২৮৭ ব্যক্তিকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
কেএস