সিরাজগঞ্জে সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৪:৪৯ পিএম
সিরাজগঞ্জে সড়কে ঝরল ভাই-বোনের প্রাণ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৮) ও তার ভাই মুকুল (৩০)।

আহতরা হলেন, একই গ্রামের অটোরিকশা চালক নয়ন ও নিহতদের অপর বোন ফিরোজা খাতুন এবং আরেক যাত্রী।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন হোসেন বলেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাজিপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কুড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন বলে শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।  

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে লিপি খাতুনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে মুকুলের অবস্থা আশংকাজনক ছিল।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামিমুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় ৩জনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে মুকুলকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিজনের এখানে চিকিৎসা চলছে।

আরএস