গাছে গাছে আমের মুকুল, মৌ মৌ গন্ধে মুগ্ধতা ছড়াচ্ছে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৭:৪১ পিএম
গাছে গাছে আমের মুকুল, মৌ মৌ গন্ধে মুগ্ধতা ছড়াচ্ছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গ্রাম থেকে শহর, অফিস-আদালত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেখা যায় থোকা থোকা আমের মুকুলের চিত্র।

ঋতুরাজ বসন্তের শুরু থেকেই বইছে শুষ্ক আবহাওয়া পাল্টে যাচ্ছে প্রকৃতি। সাম্প্রতিক সময়ে বৃষ্টি হওয়ায় প্রকৃতি তার আপন খেয়ালে আবহমান গ্রামবাংলায় ধারণ করেছে নতুন রূপ। গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধতা ছড়াচ্ছে। আমের মুকুলের সুবাসে মুগ্ধ হয়ে উঠছে মৌমাছিসহ বিভিন্ন প্রজাতির পাখি। ফুটেছে গাছে গাছে নানা রকম ফুল।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে আম গাছের পাশাপাশি লেবু, লিচু ও কাঁঠাল গাছেও উঁকি দিচ্ছে নানা রঙের মুকুল। এখন আম গাছের পরিচর্যায় সময় দিচ্ছেন অনেকেই।

এসময় কথা হয় উপজেলা নওপাড়া, কান্দিউড়া ইউনিয়নের মাজু মিয়া, শফিকুল, রাতুল, হিরন, শাহজাহান, আবুল কালামসহ একাধিক কৃষকের সাথে তারা বলেন, বড় ধরনের প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এ বছর আমের ভালো ফলনের আশা করছেন তারা।

কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.এ.কে এম শাহজাহান কবীর জানান, আমের অধিক ফলনের পাশাপাশি ভালো মূল্য যাতে পাওয়া যায়। একথা চিন্তা করে চাষীদের গাছের পরিচর্যা করার পাশাপাশি গাছে মুকুর ধরে রাখতে বিভিন্ন পরামর্শ দেয়ার পাশাপাশি মাঠপর্যায়ে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে আমের ভালো ফলন হবে।

কেএস