অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৮:৩৮ পিএম
অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে ২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে দুই জনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রামারবাগ, কুতুবপুর, ফতুল্লা এলাকার মো. আলতাফ হোসেন ও মো. আরিফ হোসেনকে এই দণ্ড দেয় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত।

তিতাস গ্যাসের ফতুল্লা জোনাল অফিস কর্তৃক ফতুল্লা থানাধীন রামারবাগ, কুতুবপুর এলাকার মো. আলতাফ হোসেন এবং মো. আরিফ হোসেনের বিরুদ্ধে কোম্পানি কর্তৃক  ফতুল্লা থানায় ৫২ (৫) ১৬ মামলা দায়ের করা হয়। মামলাটি শুনানিঅন্তে গত ২৯ জানুয়ারি ২০২৩  তারিখে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন।

গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণ এবং এর ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এই অপরাধে জেল জরিমানার বিধান রয়েছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এআরএস