হবিগঞ্জে মাধবপুর উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় আরমান ইট ভাটার জন্য অবৈধভাবে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আরমান ইট ভাটার সহকারী পরিচালক মো. আমির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, উপজেলার শেওলিয়া ব্রীজ সংলগ্ন হালুয়া পাড়া এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি উত্তোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে আমির উদ্দিন নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার কার্যালয়ে নাজির আনোয়ার হোসেন ও আনসার সদস্যরা।
আরএস