নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেল্রা মেঘনাবেষ্টিত দূর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের দুই ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটেছে কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গুদারাঘাট এলাকায়।
ওই সময় ৬ নং ওয়ার্ড সদস্য সোহেল এবং ৯ নং ওয়ার্ড সদস্য খোকন ওরফে খোকা আড়াইহাজার থেকে নিজ নিজ এলাকায় ফেরার পথে খাগকান্দা গুদারা ঘাট থেকে ট্রলার যোগে মধ্যারচর গুদারা ঘাটে গিয়ে নেমে রাস্তায় উঠা মাত্র এক দল সন্ত্রাসী তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সর্বস্ব লুটে নেয়। এর মধ্যে গুরুতর জখম অবস্থায় সোহেল মেম্বার (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর জখম প্রাপ্ত সোহেল মেম্বার জানান, মধ্যারচর গ্রামের জনি, জসু, সজিব, সাইফুল -এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ এবং বখাটে লোকজন। তাদের নামে বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিষয়ে সোহেল মেম্বারের নিকট এলাকাবাসি বিচার দায়ের করেন। তিনি তাদেরকে মাঝে মাঝেই ডেকে নিয়ে শাসন করেন।
এ ঘটনায় সোহেল মেম্বারকে খোকন মেম্বার সহযোগিতা করেন। পরে সন্ত্রসীরা ফের উল্টো সোহেল মেম্বারের কাছেই চাঁদা দাবী করে। তিনি চাঁদা না দেয়ার কারণেই সন্ত্রাসীরা ওই দুই ইউপি সদস্যের উপর আগে থেকেই ক্ষিপ্ত ছিল। এর রেশ ধরেই সন্ত্রাসীরা সুযোগ বুঝে তাদের উপর পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে ।
সন্ত্রাসীরা আক্রান্তদের কাছ থেকে দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ টাকা লুটে নিয়েছে বলে তারা জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে কালাপাহাড়িয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে। এলাকায় পুলিশ অবস্থান করছে।
আরএস