তেতুল গাছ রক্ষায় এলাকাবাসীর বিক্ষোভ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৪:১৬ পিএম
তেতুল গাছ রক্ষায় এলাকাবাসীর বিক্ষোভ

একটি তেতুল বৃক্ষ। যার নামে একটি গ্রামের পরিচিতি। একটি প্রভাবশালী হাত থেকে ওই তেতুল গাছটি রক্ষা করতে পুরো গ্রামবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি তেতুল তলা মোড় এলাকায়
এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুলতান মিয়া ও তার ভাড়াটিয়া লোকজন কয়েক দফায় গাছটি কর্তনের চেষ্টা করে।

এ সময়  স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে তা ভেস্তে যায়। মহাদান ইউনিয়নের চেয়ারম্যান একে এম আনিছুর রহমান জুয়েল ও ইউপি সদস্য জুলহাসের মাধ্যমে তেতুলতলা মোড় নামে পরিচিত রাখার জন্য তেতুল গাছটির সু রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

প্রতিবাদ সভায় স্থানীয় এলাকাবাসী শামছুল হক, মেছের আলী, আব্দুল আজিজ, মকবুল হোসেন, বিষু মিয়া, সবদুল মিয়া, জাফর মিয়া, মোজা মিয়া, আব্দুল বাছেদ, শাহজাহান আলী, ফরহাদ হোসেন যৌথভাবে জানান, আমাদের মাটিয়াজানি তেতুল তলা মোড় নামে শত বছর ধরে পরিচিত। তাই তেতুল গাছটি যাতে সুলতান মিয়া কাটতে না পারে এ জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।

স্থানীয় ইউপি সদস্য জুলহাস জানান, দূরদূরান্ত গিয়ে তেতুলতলা মোড় নাম বললে সবাই এক নামে চিনে। তাই এ গাছটি রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আরএস