সুন্দর হাতের লেখায় দেশ সেরা চরফ্যাশনের নিজাম উদ্দিন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৭:১৪ পিএম
সুন্দর হাতের লেখায় দেশ সেরা চরফ্যাশনের নিজাম উদ্দিন

মো. নিজাম উদ্দিন ২০২২সালের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা শিক্ষক সন্মাননা পুরস্কার লাভ করেছেন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও চরফ্যাশন থ্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমির ব্রাঞ্চ পরিচালক

গত ৪ মার্চ থ্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমি ঢাকা কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশ থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫জন শিক্ষক বাছাই করা হয়। চূড়ান্ত পর্যায়ে ১০জন শিক্ষকের মধ্যে হয় সেরা শিক্ষক বাছাই প্রক্রিয়া। উক্ত বাছাই প্রক্রিয়ায় সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন সকলকে পিছনে ফেলে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা শিক্ষক নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি হাতের লেখা বিভাগের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও থ্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং ডেভেলপমেন্ট একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক এইচ এম জারীফ।

এ সময় প্রধান অতিথি হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় দেশ সেরা বিজয়ী মোঃ নিজাম উদ্দিনের হাতে সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

আরএস