ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষা সফরে গিয়ে সাগর চন্দ্র রায় নামে এক দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হওয়ার ঘটনা ঘটে।
শনিবার ( ১১ মার্চ) উপজেলার থ্রী-স্টার কোচিং সেন্টার নামে এক কোচিং এর উদ্যোগে তিস্তা ব্যারেজ এ শিক্ষাসফর গিয়ে ব্যারেজের ৫২ নম্বর গেইটে জলাশয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাগর চন্দ্র রায় নামে এক শিক্ষার্থী শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
নিহত স্কুল শিক্ষার্থী সাগর চন্দ্র রায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৭নং রাতোর ইউ পির ০৫ নং ওয়ার্ডের প্রয়াগপুর গ্রামের সত্যরাম রায় ও শ্রী মতি ধনেশ্বরী`র একমাত্র সন্তান। সে নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এক কর্মকর্তা জানান, প্রাতিষ্ঠানিক অফ-ডে হলেও অনুমতি হীন
শিক্ষা সফরে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার দায় সংশ্লিষ্ঠ কোচিং এর কর্তাব্যক্তিদের। আমাদের প্রতিষ্ঠানের এক শিক্ষক কোচিংয়ে সংশ্লিষ্ট থাকায় তাকে শোকচ করা হয়েছে।
এসময় তিনি আরো জানান,নীলফামারী-ডিমলা হাসপাতাল থেকে ফোনে এ খবর শুনে সাগর চন্দ্রের বাড়িতে বাবা-মায়ের কাছে ছুটে যান নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক খন্দকার ফারুক, অধ্যক্ষ মুহা.শাহজালাল জুয়েল, উপাধ্যক্ষ এম আব্দুস সবুর সহ সহকারী শিক্ষকবৃন্দ ও মৃত সাগরের স্কুল বন্ধু সহ শতাধিক শিক্ষার্থী।
এ সময় তার সন্তানের শিক্ষকদের দেখে সন্তান হারা মা-বাবা`র কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যপট তৈরি হয়। সে সময় উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম পজিদুল, বিশিষ্ঠ ব্যবসায়ী মো.আইনুল হক সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ শোকাহত এলাকাবাসী।
তার এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।
আরএস