ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের ম্যানেজার বাংলোয় ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ সেনাকর্মকর্তার উপস্থিতিতে এ বৈঠকে, প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার শপথ এবং যুদ্ধের রণকৌশল গ্রহণ করা হয়। মুক্তিযুদ্ধের রণাঙ্গণকে ভাগ করা হয় ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে।
মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও `৭১-এর বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে জেলা প্রশাসক ইসরাত জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান পুষ্পস্তক অর্পণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, জেলা মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, ওসি আব্দুর রাজ্জাকসহ মাধবপুর চুনারুঘাট কমান্ডের মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধারা জানান, স্বাধীনতার ৫২ বছরেও ঐতিহাসিক এ স্থানটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। অথচ এই স্থানটিকে সংরক্ষণ করে একটি মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ করলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
এমএইচআর