কুমিল্লার বুড়িচং থানা ও দেবপুর ফাঁড়ির পুলিশের পৃথক দুটি অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
সোমবার বিকালে দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী এ এস আই মো. আবুল কাসেম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়নামতি ইউনিয়ন ঝুমুর থেকে নাজমুল হাসান (২১) কে ৮০ পিস ইয়াবা এবং বুড়িচং থানার এস আই এম জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ পাঁচোড়া এলাকায় দেহ তল্লাশি চালিয়ে আল আমিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১শত পিস ইয়াবাসহ আটক করে।
বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন ও দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদুল ইসলাম জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী এ এস আই মো. আবুল কাসেম সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ময়নামতি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের ঝুমুর এলাকায় মাদক নিয়ে অবস্থান নেয়।
এ সময় পুলিশ মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৮০পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদককারবারি হল উপজেলার ময়নামতি ইউনিয়ন এর দক্ষিণ শমষেপুর গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২১)।
অপর দিকে বুড়িচং থানার এস আই এম জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা-বাগড়া সড়কের পাঁচোড়া এলাকায় অবস্থান নেন। এসময় কুমিল্লা গামী একটি যাত্রী বাহী অটোরিকশা সিএনজি কে থামিয়ে যাত্রীর দেহ তল্লাশি করে ১শত পিস ইয়াবা উদ্ধার করে।
আটক মাদক ব্যবসায়ী হল জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে মো. আল আমিন। এঘটনায় বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে রাতে পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এমএইচআর