লোহাগড়ায় অংশীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৫:০১ পিএম
লোহাগড়ায় অংশীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নড়াইলের  লোহাগড়ায় অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপনের সঞ্চালনায় ও ইউএনও মো. আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ  শামছুল আলম কচি, লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মো. কামাল ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন,  উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো. ইসরাফিল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অংশীজনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়ে উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করা হয়। অংশীজনের বক্তব্য শেষে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সকল সমস্যা সমাধানে ভুমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন।

এআরএস