হাওর অঞ্চলের প্রচণ্ড তাপদাহে ইটনাসহ সারা দেশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । চারিদিকে শুধু তাপ দাহ তা নয়, ব্যাপসা গরমে জনজীবনের জীবন যাত্রারাকে অস্থির করে তুলেছে ।
জেলার ইটনা উপজেলায় রোজার দিনে তপ্ত হাওয়া রোদের প্রচণ্ড তাপে রোজদারদের জীবন বিমর্শ করে তুলেছে । বৈশাখ মাসে দুপুর বেলা এ আগুনের মত হাওয়া বইছে।
গত ৩ থেকে ৪ দিন যাবৎ গ্রীষ্মের মাঝে সকালে কোয়াশার আবরণ দৃশ্যত। রোদ্রের প্রচণ্ড তাপদাহ থেকে তাপদাহে বিকিরণ ঘটাচ্ছে । প্রচণ্ড গরম সইতে না পেরে এলাকার কিছু সংখ্যক শিশু কিশোর বৃদ্ধ নদীতে নামে শীতল পানিতে গোসল করতে দেখা যাচ্ছে।
ইটনা উপজেলার মাঠে মাঠে এখন ধান কাটার উৎসব চলছে । প্রচণ্ড তাপ ও হাওয়াকে সঙ্গে নিয়ে এলাকার শ্রমিকরা জীবন সংগ্রামের মধ্যে ধান কেটে চলছে। অতি তাপদাহের কারণে উপজেলার পুকুর ও জলাশয়গুলো পানি শুন্য হয়ে পড়েছে। টিউবয়েলে পানি উঠছে না। পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় মাছ মরতে শুরু করেছে।
এআরএস