আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকালে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালিটি নওগাঁ শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালেদা মেহেদী হাসান।
নওগাঁ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এসএম মলিন মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মাদ রাশেদুল হক, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এ সময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষসহ নওগাঁর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, গাড়িচালক ও হেলপারবৃন্দি উপস্থিত ছিলেন।
এআরএস