চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহত মোহাম্মদ নাজিম (৪০) উদ্দীন নামে এক পথচারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক সপ্তাহ থাকার পর তার মৃত্যু হয়।
নিহত নাজিম উদ্দীন পৌরসভার ৫নং ওয়ার্ডের মেডিকেল গেইট এলাকার জাকের মাস্টারের বাড়ীর মৃত মোহাম্মদ ইলিয়াসের পুত্র। সে একসময় প্রবাসী ছিল, বিগত দশ বছর যাবত এলাকায় নিজের ব্যবসাবাণিজ্য পরিচালনা করে আসছে বলে জানাগেছে।
জানা যায়, গত ২০শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত গতিতে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়, এতে সে গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
তার অবস্থা বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার সকাল ১০টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসায় তার জানাজা নামাজ এবং কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কবরস্থানের দাফনকাজ সম্পন্ন হয়।
এবিষয়ে কোন তথ্য পাইনি বলে জানান রাউজান হাইওয়ে পুলিশের ওসি মো. কামরুল আজম।
এইচআর