টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার

নকলা (শেরপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৯:৩৯ পিএম
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কার

শেরপুরের নকলায় টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৩ মুসল্লি। পাশাপাশি পবিত্র রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতিকাফকারী দুজন কেও পুরস্কার দেয়া হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) জুমার নামাজের পর পৌরসভার চাঁনপুর জামে মসজিদ প্রাঙ্গণে ওমান প্রবাসী আসাদুল হক আজমলের পক্ষ থেকে এসব পুরষ্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত মুসল্লিরা হলেন সুলতান মিয়া, আজমত আলী ও শোয়াইব হাসান। ইতিকাফকারীরা হলেন, আক্তারুজ্জামান ও নেওয়াজ আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার আলম সবুজ, পশ্চিম নকলা চাঁনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মো. ফয়সাল আহমেদ, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মাহবুবুল হাসান সোহেল ও সাধারণ সম্পাদক দবির উদ্দিন দুদু, চাঁনপুর গোরস্থান পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
আরএস