সন্দ্বীপে প্রথম দিনে অনুপস্থিত ৭৫ জন

সন্দ্বীপ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৫:৪৩ পিএম
সন্দ্বীপে প্রথম দিনে অনুপস্থিত ৭৫ জন

সারা দেশের মত সন্দ্বীপে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। 

উপজেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১শ ২৯ জন, যার মধ্যে অনুপস্থিত রয়েছে ৭৫ পরীক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সন্দ্বীপ উপজেলার আটটি কেন্দ্রের মধ্যে এস এস সির ৬টি কেন্দ্র , ৩ হাজার ৪৫১ জন, দাখিলের ১টি কেন্দ্র ৪৮২ জন, এস এস সি ভোকশনালের ১টি কেন্দ্রে ১৯৬ জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশ গ্রহন করবে। এসএসসি ৬টি কেন্দ্রের মধ্যে কার্গিল সরকারি উচ্চ 

বিদ্যালয় কেন্দ্রে ৮২৯ জন, অনুপস্থিত ১৪ জন, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮০ জন, অনুপস্থিত ৪জন, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৭ জন, ৭ জন অনুপস্থিত, একে একাডেমির গাছুয়া কেন্দ্রে ৪৮৪ জন, অনুপস্থিত ২১ জন মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫০ জন, অনুপস্থিত ৭ জন,  মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫৮ জন, অনুপস্থিত ৭ জন, দাখিলের ১টি কেন্দ্রে বশিরিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৮২ জন, অনুপস্থিত ১৩ জন, এছাড়া ভোকেশনালের এক মাত্র কেন্দ্রে ১৯৬ জন অনুপস্থিত ২ জন। 

তবে অনুপস্থিত থাকলে ও কোন পরিক্ষার্থীর বহিষ্কার হওয়ার খবর পাওয়া যায় নি। সন্দ্বীপ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম  জানান, সন্দ্বীপে এসএসসি পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষা কেন্দ্রের ২’শ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধধাজ্ঞা জারি ছিলো। 

তবে আজকের পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে দাখিল থেকে ১৩ জন শিক্ষার্থী ও এসএসসি’র ৬০ জন এসএসসি ভোকেশনালের ২ জনসহ  মোট ৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ।

উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা বলেন, কোন ধরনের অনিয়ম বা বহিষ্কারের ঘটনা ছাড়াই প্রথম দিন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এইচআর