কাশিমপুরে মে দিবস পালিত

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৩, ০৫:০৭ পিএম
কাশিমপুরে মে দিবস পালিত

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার কাশিমপুর থানা শাখার উদ্যোগে জাতীয় মে দিবস উপলক্ষে আনন্দ শোভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১  মে) সকালে শোভাযাত্রাটি কাশিমপুর থানা শাখা কার্যালয় থেকে শুরু করে শ্রীপুর-কাশিমপুর রোড প্রদক্ষিণ করে করে ডিবিএল গ্রুপের পাশে দিয়ে কাশিমপুর থানা হয়ে ফেডারেশন কার্যালয়ে  শেষ হয়।

শোভাযাত্রা শেষে শ্রমিকদের নূন্যতম মজুরী ২৪ হাজার টাকা দাবীসহ বিভিন্ন দাবী-দাওয়া ও মে দিবসের তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠি হয়।

ফেডারেশনের কাশিমপুর থানা শাখার সভাপতি নুর জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম শামীম।

এছাড়াও কাশিমপুর থানা শাখার সহ-সভাপতি শিউলী আক্তার, রেজাউল করিম, সাধারণ সম্পাদক সুকুমার কর্মকার,সহ-সাধারণ সম্পাদক বাবলু মিয়া, শ্রমিক নেত্রী মরিয়ম আক্তার সাথীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করে গাজীপুর মহানগর কমিটি, সাভার উপজেলা কমিটি ও আশুলিয়া থানা শাখা কমিটি।

এআরএস