প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড অম্বলপুর সরদারের মোড় এলাকায় দরিদ্র কৃষক ইব্রাহিমের এক একর পাকা বোরো ধান কেটে দিলো উপজেলা কৃষক লীগ। বুধবার (৩ মে) সকালে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আয়োজনের ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধার নেতৃত্বে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কার খান, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন বাবলু, জেলা কৃষক লীগের সদস্য ও ৫ নং বরাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নার্গিস বেগম, সদস্য মো. মাইনুদ্দিন সরদার, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সভাপতি মো. আবুল হোসেন, সহ সভাপতি মো. আমজাদ হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন মোল্লা, মো. মুরাদ আল রেজা, মো. রহিম মোল্লা ও মো. নিমাই প্রমুখ।
কৃষক ইব্রাহিম বলেন, আমার এক একর জমির বোরো ধান পেকে ক্ষেতে বাতাসে পড়ে যাচ্ছে। ধান কাটার জন্য জোন পাচ্ছি না। যাই বা দুই একজনকে পাই তারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শত টাকা নিচে কাজ করবে না। এ অবস্থাতে আমি উপজেলা কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করি তখন তারা আমাকে বলে আমরা আপনার পাকা ধান কেটে দিবো। তাই আজ সকালে উপজেলা কৃষক লীগের নেতারা এসে আমার জমির সব পাকা ধান কেটে দিয়েছে। তাদের এই মানবতার কাজে আমি অনেক উপকৃত হয়েছি। তা না হলে আমার ক্ষেতের ধান নষ্ট হয়ে যেতো।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বক্কার খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় গোয়ালন্দেও দরিদ্র এক কৃষকের ধান কেটে দেওয়া হলো। সারা জেলায় কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে।
এআরএস