‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩ মে) সকালে নড়াইল বন্ধন কমিউনিটি সেন্টারে নড়াইন জেলা প্রিন্ট ও অনলাইন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক নড়াইল কন্ঠের সম্পাদক ও প্রকাশক কাজী হাফিজের সভাপতিত্বে ও নড়াইল নিউজ২৪.কমের সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লিটন দত্ত, সৈয়দ খায়রুল ইসলাম, গুলশান আরা, শাহজাহান খাঁন সাজু, মির্জা মাহমুদ রন্টু, কাজী ইমরান হোসেন, রূপক মুখার্জি, শরিফুজ্জামান প্রমুখ। পরে
সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক প্রদোৎ মুখার্জি (মরণোত্তর), নাইমুর রহমান ফিরোজ (মরণোত্তর), ভক্ত সরকার ও সাইফ হাফিজুর রহমান খোকনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় নড়াইলের ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।