হবিগঞ্জের বাহুবলে ফ্যান ঠিক করতে গিয়ে এনজিও সংস্থা আশা অফিসার জয়ন্ত পাল(৪২) নামে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ মে) সকাল ১১ টার দিকে উপজেলা বাহুবল সদর ইউনিয়নের মৌড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের মৌড়ি গ্রামের জ্যোতিময় পালের ছেলে জয়ন্ত পাল শুক্রবার সকাল ১০ টার দিকে নিজ ঘরের একটি ফ্যান মেরামত করছিলেন।এমতাবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি আহত হন,এসময় পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে জয়ন্ত পালকে আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সকাল সাড়ে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়ন্ত পালের আত্মীয় স্বজনরা জানান,মন্ত্রণালয়ে কর্মরত ছোট ভাইকে পাত্র দেখতে বাড়িতে মেহমান আসার কথা ছিল, সে সুবাদে জয়ন্ত পাল ঘরের একটি ফ্যান ঠিক করছিলেন, এসময় তিনি বিদ্যুৎ স্পৃষ্টে আহত হন।তাৎক্ষণিক তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্তকে মৃত ঘোষণা করেন।
জয়ন্ত পাল দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার শমসেরনগর উপজেলায় এনজিও সংস্থা আশা অফিসে কর্মরত ছিলেন। জয়ন্ত পালের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, তার অকাল মৃত্যুতে শোকাভিভূত মৌড়ি গ্রাম ও বাহুবলবাসী।
আরএস